শেখমুজিবুর রহমান সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ন প্রশ্নর উত্তর | সরকারী চাকুরির পরিক্ষার্থীদের জন্য সাধারন জ্ঞান

বঙ্গবন্ধুকে নিয়ে কিছু প্রশ্ন/উত্তর

অসমাপ্ত আত্নজীবনী বইটির লেখকের নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম – 1920 সালের 27 মার্চ

শেখমুজিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় -  গোপালগঞ্জ গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

শেখমুজিবুর রহমান ম্যাট্রিক পাশ করেন- গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে।

শেখমুজিবুর রহমান কিলকাতা ইসলামিয়া কলেজের বেকার  হোস্টেলের – 24 নম্বর কক্ষে থাকতেন।

1944 সালে – শেখমুজিবুর  রহমান আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে অভিষিক্ত হন, কুষ্ঠিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে

শেখমুজিবুর রহমান 1946 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হয়।

1747 সালে শেকমুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বি এ পাশ করে।

শেখ মুজিবুর রহমান  ঢাকা বিশ্ববিদ্যালয়  আইন বিভাগের ছাত্র ছিল।

 949 সালে - চতুর্থ শ্রেনির  কর্মচারীদের আন্দোলনে  সংহতি প্রকাশ করায় শেখমুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন।

1939 সালে - সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের  বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে জীবনের প্রথম কারা ভোগ করেন।

শেখমুজিবুর রহমান  -1952 সালের 14 ফব্রুয়ারী রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে  কারা কগারে অনশন শুরু করেন।

শেখমুজিবুর রহমান – 1954 সালে  যুক্তফ্রন্ট মন্ত্রী সভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন।

1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম – কম্বাইন্ড অপজিশন পার্টি

প্রথম বঙ্গবন্ধু -1966 সালের 5 ফেব্রুয়ারী ছয়দফা ঘোষনা করেন।

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়- 1966 সালের 18 মার্চ ।

লাহোর প্রস্তাবের ভিত্তিতে- ছয়দফা রচিত হয়।

বাংঙ্গালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিতি – ছয়দফা।

ছয়দফার প্রথম ছিল – স্বায়ত্বশাসন।

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল – 35 জন।

আগরতলা ষড়যন্ত্র মামলার – প্রথম আসামি ছিলেন শেখমুজিবুর রহামান।

আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল- রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

শেখমুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি তৎকালিন ডাকসুর ভিপি তোফায়েল  আহমেদ।

বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দেন- ঢাকার রেসকোর্স ময়দানে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles