ইবুক লিখে আয় | খুব সহজে ঘরে বসে ইবুক লিখে আয়

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।এই ফ্রিল্যান্সিং করে আয় অনেক জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠেছে।মাইক্রো ওয়ারকার্স,ওডেস্ক,ফ্রিল্যান্সার ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে।এসকল ছাড়া ও অনলাইন আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হচ্ছে। মানুষ অফিস কিংবা বাইরে বসে কাজ করার চেয়ে ঘরে বসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যেবোধ মনে করে।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফ্রিলায়েন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রিলায়েন্সার,ওডেস্ক, মাইক্রো ওয়ারকার্স, ইলেন্স ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলায়েন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে।

শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটকে কেন্দ্র করে নয় এছাড়াও অনলাইনে আয়ের বিভিন্ন রকম নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তা জনপ্রিয় হয়ে উঠেছে।আমাদের দেশের তরুণরা অনলাইনে কাজ করতে বেশি আগ্রহী।অনেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে।

আমরা এই আর্টিকেল এর মাধ্যমে ঘরে বসে কাজ করে আয়ের আরেকটি পদ্ধতি সম্পর্কে জানবো।

এই পদ্ধতিটির নাম হচ্ছে ইবুক থেকে আয়।

আপনি যদি ভাল লেখক হন কিংবা আপনি যদি লেখালেখির প্রতি অনেক বেশী আগ্রহী হন, তবে আপনি সহজেই ইবুক লিখে তা অনলাইনে বিক্রি করে ভাল পরিমানের অর্থ আয় করতে পারেন। এই পদ্ধতিতে আপনার কোন ধরনের খরচ হবেনা। অর্থাৎ সম্পূর্ণ বীনা খরচে আপনি ইবুক লিখে এবং সেটা বিক্রি করে অর্থ ইনকাম  করতে পারবেন।

ইবুক থেকে আয়  একটি চলমান প্রক্রিয়ায় আয়।যদি আপনি এই পদ্ধতিতে সফল হতে পারেন ।আপনার বইটি যত বিক্রি হবে তত মুনাফা পাবেন।সফল একটি বই আজীবন আপনাকে মুনাফা দিবে।

কেন ইবুক লিখবেনঃ

ইবুক লেখার জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন।আপনি যদি ভালো লেখক হন তবে ইবুক লিখা আপনার জন্য বিরক্তিকর মনে হবে না।আপনার লিখার মাধ্যমে আপনার অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে হবে।ইবুক হচ্ছে ডিজিটাল বই যা আপনি আপনার পছন্দমতো দাম নির্ধারণ করে যতবার খুশী বিক্রি করতে পারবেন এবং সেই ইবুক বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।

কিভাবে ইবুক লিখবেনঃ

আপনাকে বিষয় নির্বাচন করতে হবে মনে রাখবেন ইবুক তৈরি এবং সেই ইবুকের সফলতার পেছনে যা সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলো সেই ইবুকের টপিকস বা বিষয়।আপনাকে এমন কিছু বিষয় নিয়ে লিখতে হবে যা পাঠককে খুব সহজেই আকৃষ্ট করবে।

লেখার সময় ভাষার ব্যাপারে খেয়াল রাখতে হবে।লেখার কোন বানান যাতে ভুল না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।সহজ ভাষায় লিখার চেষ্টা করবেন যাতে মানুষ সহজে বুঝে যায়।লেখার সাথে সাথে ছবি ব্যবহার করতে হবে যা আপনার ইবুকটিকে আকর্ষনীয় করে তুলবে।

ইবুক লিখে আয়ঃ

ইবুক লিখে তা বিক্রি করে আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হলেও অভিজ্ঞ লোকদের কাছে তা খুব সহজ একটি পদ্ধতি। আপনি আপনার ইবুকটি বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন অথবা নিজেই ওয়েবসাইট তৈরি করে সেখানে ইবুক বিক্রি করে আয় করতে পারেন। আপনি আপনার যে ওয়েবসাইটে ইবুক বিক্রি করবেন সেই ওয়েবসাইটে ইবুক সম্পর্কিত মানুষকে সহজে আকর্ষন করবে এমন কিছু তথ্য দিয়ে রাখতে পারেন এবং ইবুকের বেশ কিছু দৃষ্টিনন্দন এবং সুন্দর ব্যানার দিয়ে রাখতে পারেন।

ইবুক সম্পর্কিত কিছু টিপসঃ

লিখতে গিয়ে আপনার নিজেরও জ্ঞান বাড়বে যা বাস্তব জীবনে আপনার জন্য অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে।আপনার পছন্দের বিষয়ের উপরে নির্ভর করেই আপনি ইবুক লিখতে পারবেন।

পরিশেষে বলা যায় ইবুক লিখার মাধ্যমে আপনিও হতে পারেন একজন প্রপেশনাল বুক রাইটার। ধন্যবাদ।

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles