" কবর "
আব্দুল হাকিম মিয়া
সারে তিন হাত মাটির ঘর,নামটি যার কবর-
সেখানেতে যাবার পর, পাওয়া যায় না খবর।
সুন্দর এই ভুবন চুড়ে,
যেতে হবে ঐ কবরে।
সাথী আর বাতি ছড়া, ছোট্ট একটি ঘর-
মনে হতেই প্রাণটা কাপে ভয়ে থর থর।
ডানে, বামে, পিঠের নিচে,থাকবে শুধু মাটি-
উপর দিকে থাকবে শুধু বাঁশের কিছু লাঠি।
কবর বলে শুন ভাই,
পাপীর কিন্তু ক্ষমা নাই।
কবর মাঝে আসবে আবার অনেক বড় সাপ-
বে-নামাজি পাপীর দল, পাবে নাকো মাপ।
সকাল থেকে সন্ধ্যা, পর্যন্ত মারবে সাপ ছোবল-
পাপীর দল কাঁদবে শুধু ফেলবে চোখের জল।
ঈমান ছাড়া কবরে গেলে,
ভাসতে হবে চোখের জলে।
বিচ্ছু হবে খচ্চরের ন্যায়,পিপড়া অনেক বড়-
পাপীর দল কেঁদে বলবে, ছোবল কেনো মারো।
লাঠি হাতে আসবে আবার অন্ধ ফেরেশতা -
আঘাতের উপর করবে আঘাত, না দিবে আস্তা।
ঈমান নিয়ে গেলে পরে
সুখে রবে ঐ কবরে।
ধনদৌলত, টাকা পয়সা,সব কিছু ফেলে-
খালি হাতে যেতে হবে, কবর মাঝে চলে।
টাকার ধনি তুমি থাকতে পারো, এই দুনিয়ার মাঝে-
আমল ছাড়া কিছুই সেদিন আসবে নাকো কাজে।
নামাজ কায়েম করো ভাই,
নামাজ ছাড়া গতি নাই
নামাজ রোজা হজ্ব যাকাত কবরের সাথী ভাই-
এগুলো যারা পালন করবে না, তাদের উপায় নাই।
ঈমান আমল নিয়ে কবরে যাবে যে জনা-
কবরের আজাব মাফ করিবেন,আল্লাহ রাব্বানা।
প্রিয় পাঠক, আপনারা যারা বাংলা আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে seniorbd.com এ আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। কিভাবে আর্টিকেল লিখে ইনকাম করবেন তা জানতে এখানে ক্লিক করে দেখুন।
thanks for approved
You must be logged in to post a comment.