ক্যরিয়ার নিয়ে আর চিন্তা নেই

আমরা সকলেই কম বেশি আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তায় থাকি। আসলে আমরা সবাই চাই সুন্দর একটি জীবন যাপন করার জন্য। এই সুন্দর জীবন যাপনের জন্য চাই নিজেদের ভালো একটা ক্যারিয়ার গড়া। ভালো একটা ক্যারিয়ার গরতে হলে নিজের উপর আত্নবিশ্বাস থাকাটা সবচেয়ে বেশি জরুরি।

আপনার যদি নিজের উপর আত্নবিশ্বাস না থাকে তাহলে আপনি ভালো ক্যারিয়ার গড়তে পারবেন না। নিজের উপর আত্নবিশ্বাস থাকলে আপনি ভালো ক্যারিয়ার গরতে পারবেন। আপনাকে শুধু বলতে জানতে হবে আমি পারবো। আপনি যদি নিজেকে নিজে আত্নবিশ্বাসী করে গড়ে তুলতে পারেন যে আপনি পারবেন তাহলেই হবে।

আপনি নিজেকে যতটা আত্নবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন অন্য কেউ সেই আত্নবিশ্বাসটা আপনার মাঝে সন্চার করতে পারবেনা। ধরুন,আপনি একটা গান গাওয়ার জন্য স্টেজে উঠলেন। কিন্তু স্টেজে উঠে আপনার ভয় করছে যে আপনি পারবেনা। তাহলে কিন্তু আপনি আসলেই পারবেনন না।

কিন্তু সেই সময় যদি আপনি বলেন যে আমি পারবে,আমি পারবো বলে যদি আপনি নিজেকে নিজে আত্নবিশ্বাসী করতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন। পারবেন বৈকি খুব ভালো পারবেন।আপনি সব সময় যদি নিজেকে উৎসাহিত করতে পারেন তাহলে আপনি সফল হবেনই। সফলতার মূল মন্ত্র নিজেকে নিজে উৎসাহিত করা।

যখন আপনি নিজেকে নিজে উৎসাহিত করতে পাবেন তখনই পারবেন সফল হতে। পৃথিবীর যত বিখ্যাত মনিষি আছেন ওনারা নিজেদেরকে নিজেরা উৎসাহ দিয়েই সফলতা লাভ করেছেন। ক্যারিয়ার ভালো বলতে আমরা একটা ভালো চাকুরি বুঝি।

মনে করি ভালো একটা চাকুরি পেলেই মনে হয় আমাদের ক্যারিয়ির ভালো।ভালো চাকুরির জন্য ভালো পড়াশোনা দরকার।তাহলে ছাত্র জীবনে আপনি একজন ভালো ছাত্র হতে হবে।ভালো ছাত্র হলে আপনি ফলাফল ভালো করবেন।কিন্তু পড়াশোনা না করলর আপনি কিভাবে ভালো ছাত্র হয়ে ভালো ফলাফল অর্জন করবেন। আপনি বইয়ের পড়া দেখে ভয় পেলে কি হবে?

বইয়ের পড়া যতই কঠিন হোক আপনি নিজেকে বলতে হবে যে আমি পারবো। যদি আপনি নিজেকে বলতে পারেন যে আমি পারবো তাহলে আপনি কঠিন পড়া ও পারবেন। পড়া যতই কঠিন হোক না কেনো আপনার কাছে তখন আর কঠিন মনে হবেনা। আপনার কাছে সহজই মনে হবে।কারন আপনি নিজেকে বলতে শিখে গেছেন যে আমি পারবো।

আপনি সত্যিই পারবেন যদি আপনি নিজেকে বলতে শিখে যান যে আমি পারবো।পৃথিবীতে যারা সফল,যারা নিজেদের সুন্দর ক্যারিয়ার তৈরী করতে পেরেছে তারা সবাই নিজেকে বলতে শিখেছে যে আমি পারবো।আপনি ও তাদের মতো সফল হতে পারবেন যদি আপনি নিজেকে বলতে পারেন যে আমি পারবো

আমার নিজের অভিগ্গতাই বলি।আমি আগে যে কোনো কাজে ভয় পেতাম,মনে করতাম আমাকে দিয়ে কিছু হবেনা,কিন্তু যেদিন থেকে আমি বলতে শিখে গেছি আমি পারবো সেদিন থেকে আমি ঠিকি পারি।

আপনিও পারবেন। আপনাকে শুধু নিজেকে বলতে হবে আমি পারবো। তাহলে আপনি হবেন একজন সফল ব্যাক্তি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles