" মুনাজাত "
আব্দুল হাকিম মিয়া
রাত্রী শেষে প্রভাত ভোরে,
নামাজ আন্তে বসে।
হাত দুটি তুলে ধরেছি,
ওগো আল্লাহ তোমার কাছে।
আমার মতো পাপী আর,
এ জগতে নাই।
ক্ষমা চাইতেও আজকে আমি ,
বড় লজ্জা পাই।
এমন কোনো গুণাহ নাই,
যা আমি করি নাই।
তাই আমার চারি পাশে নেকি ছাড়া,
শুধু গুণাহ দেখতে পাই।
গুণাহর বুঝা নিয়ে মাথায়,
দুটি হাত তুলেছি আমি।
আমাদের সকল মুসলমানের গুণাহ মাফ করে দাও,
ওগো আল্লাহ তুমি।
এই জগতের মাঝে আমি,
বড়ই গুণাহগার।
আল্লাহ , তুমি যদি মাফ না করো,
কোনো উপায় নাই আমার।
শিশু কিশোর কাল কেটেছে,
শুধু হেলায় আর খেলায়।
যৌবন কাল কেটেছে আমার,
শুধু অবহেলায়।
বৃদ্ধ বয়সে এসে দেখী,
হিয়াসব খাতা শূণ্য।
এই জীবনে গুণাহ ছাড়া ,
করি নাই কোনো পূণ্য।
গুণাহ যতই করেছি আমি,
এই জগতে এসে।
তার চেয়েও রহমত বেশি,
আল্লাহ, তোমার কাছে।
আল্লাহ, তুমি এক- অদ্বীতিয়,
তোমার কোনো শরিক নাই।
তুমি যদি মাফ না করো,
আমাদের উপায় নাই।
তাই তোমার রহমতের দরবারে আমি,
তুলেছি দুট হাত।
ওগো আল্লাহ ,আজকে তুমি কবুল করো,
আমার মুনাজাত।
আমিন।
many many thanks for aprove
You must be logged in to post a comment.