" কষ্ট "
আব্দুল হাকিম মিয়া
চারিদিকে আজ বাজিতেছে দেখ-
কষ্টের দামাম,
এই কষ্টের হাত থেকে মনে হয় কেহ?
পাবে নাকো ক্ষমা।
কারু ভাতের কষ্ট, কারু আবার টাকার-
কারু কষ্ট অসুখে,কারু আবার মনে,
কারু কষ্ট কাপড়ের্, কারু আবার থাকার-
তাই ধনী-গরিব সবাই কিন্তু কষ্টের কথা জানে।
কষ্ট আর শান্তি এজগতে -
আপন দুটি ভাই,
তাই কষ্ট যখন কাছে আসে-
শান্তি বলে গোডবাই।
দিনের শেষে আসে যেমন-
গভীর কালো রাত,
কষ্ট দেখে শান্তি তেমন-
হয় কপোকাত।
এই পৃথিবীতে আমি-
জন্ম নিয়েছিলাম যেদিন,
খুশিতে সকলের মুখ-
সেদিন হয়েছিলো রঙ্গীন।
কিন্তু জন্মেছিলাম আমি গরিবের ঘরে-
এতে ছিলোনা আমার কোনো হাত,
তাই হয়তো পূর্ণ হয়নি-
মনের কোনো সাধ।
জন্ম আমার গ্রামের এক গরিব চাষীর-
ক্ষুদ্র কুড়ে ঘরে,
তাই হয়তো শান্তি টুকু চলে গেছে-
আমার থেকে দূরে।
কষ্টের নীল ক্যাক্টাসে আজ -
আমার জীবন বন্ধি ,
তাই একটু খানি শান্তি এসে-
আমার সাথে করেনি কবু সন্ধি।
অনেক লোক রাত কাটায়-
বড় দালানের ঐ দু-তলায়,
অনেকে আবার না খেয়-
পড়ে থাকে পথের ধুলায়।
যাকেই বলি কেমন আছেন ভাই?
সেই বলে ,এই জীবনে বড়ই কষ্ট,
কষ্টের কথা শুনতে শুনতে-
আজ আমার মাথা হয়েগেছে নষ্ট।
হায় রে কষ্ট---------
যতো কষ্টই দাও আল্লাহ-
করিনা যেনো ভয়,
সকল কষ্ট সহিবার মতো শক্তি যেনো-
আমাদের সবার হয়।
প্রিয় পাঠক, আপনার যদি বাংলা আর্টিকেল লেখার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি লেখালেখি করে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।
many many thanks for approved
You must be logged in to post a comment.