নিজের ক্যারিয়ার উন্নতি করার উপায়।

বিসমিল্লাহি রহমানের রাহিম,,, মহান আল্লাহর রহমতে,,,,

আজ শুরু করতে যাচ্ছি ক্যারিয়ার উন্নতি নিয়ে কিছু কথা,যা  সকল মানুষের জীবনে একবার হলো ও জানার প্রয়োজনীয়তা রয়েছ। সুন্দর ফুল যেমন দেখতে সুন্দর লাগে ঠিক তেমনি একজন সুন্দর ক্যারিয়ারের মানুষ ও দ্রুত মানুষের কাছে পছন্দের পাত্র হয়ে ওঠে।সুন্দর ক্যারিয়ার ছাড়া কখনো আপনি দ্রুত পছন্দের পাত্র হতে পারবেন না।

কারণ মানুষের স্মার্টনেস তার চেহারার মধ্যে থাকে না,স্মার্টনেস থাকে তার মাথার।আর তাই স্মার্টনেসের সবচেয়ে গ্রহনযোগ্য উপায় হলো নিজের মানসিক বা কায়িক শ্রমের মাধ্যমে নিজে সুন্দর ক্যারিয়ার গড়া।তাই আপনাকে বুঝতে হবে যে,

আপনি নিজে কোন কাজে বেশি মনোযোগী অথবা আগ্রহী।সেটা হতে পারে ব্যবসা হতো পারে লেখাপড়া।আপনি যেটাতে বেশি মনোযোগী সেটাই করতে হবে।নিজের অবস্থান জানতে পারলে দ্রুত উন্নতি সম্ভব।

ক্যারিয়ার উন্নতির জন্য করণীয়ঃ-নিজের ভিতরে সুপ্ত থাকা সেই মেধাশক্তিকে জাগ্রত করতে হবে।আপনি নিজে যে কর্মই করেন না কেন নিজ নিজ কর্মে মনোযোগী হতে হবে।অদম্য ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে হবে।

আপনি নিজে কোন কাজকে ছোট ভাববেন না।যা আপনার ভিতরে আত্মবিশ্বাসকে নিভিয়ে ফেলে।সব মানুষ এবং সকল কাজকে সম্মান করতে শিখেন।

মহান আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবো। সকল কাজ সম্পাদন করার আগে নিজের আত্মবিশ্বাস কে মজবুত করো এবং সেই আত্মাবিশ্বাস নিয়ে কাজ করতে শিখো দেখো কাজটি করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে।সবথেকে গুরুত্বপূর্ণ উক্তি হলো যে,

"তুমি পারবেনা এমন কাজ পৃথিবীতে নেই"

সুতরাং,তুমি যদি এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যেকোন কাজে সাফল্যতা অর্জন করবে।আত্নবিশ্বাসের সাথে সাথে তোমার নিজের চেষ্টা ও অনেক ভূমিকা রাখে।নিজে যেটা করতে চাও সেটা নিয়ে চেষ্টা করতে থাকো দেখো তুমি সফল হবে।সফলতা কখনোই এমনি এমনি আসে না এর জন্য প্রয়োজন হয় তোমার অক্লান্ত পরিশ্রম।

আর এই পরিশ্রম হতে হবে সঠিকভাবে বিবেচনার মাধ্যমে তাই তুমি কেমন বিষয়ে উন্নতি করতে যাচ্ছো এবং এর জন্য তোমার কী কী পরশ্রম করা প্রয়োজন সেটা ভেবে রেখে তারপর কাজ শুরু করোতাহলে দেখবে দ্রুত উন্নতি করতে পারবে।সফলতা অর্জনের জন্য তোমাকে অবশ্যই উত্তম লক্ষ্য থাকতে হবে।

একমাত্র উত্তম লক্ষ্য ও আদর্শ পারে মানুষের জীবনকে বদলে দিতে সুতরাং নিজের লক্ষ্য ঠিক করো প্রথমে তারপর কাজে লাগো। তাহলে দেখবা দ্রুত উন্নতি করতে পারবে।

লক্ষ্য ছাড়া কখনোই একটা মানুষ জীবনযাপন করতে পারে না।কিন্তু শুধু লক্ষ্য খাকলে ও হবে না এর জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রমের। লক্ষ্য মতো পরিশ্রম করেও মানুষ নিজ জীবনকে বদলাতে পারে।

মানুষ হিসাবে আত্মমর্যাদা পাওয়ার জন্য আপনার প্রয়োজন নিজের ক্যারিয়ারকে সুন্দর করা।নিজের জীবন সুন্দর করতে পারলে সবাই আপনাকে চাইবে।আর নিজের ক্যারিয়ার সুন্দর না হলে কেউ কখনোই আপনার সামনে ও আসবে না।কারণ আপনি জীবনে ভালো কিছু করে দেখাতে পারেন নি।ক্যারিয়ার যার যতো ভালো হবে সে ততো দ্রুত উন্নতি করতে পারবে এটাই স্বাভাবিক।

আমার লেখার মধ্যে ভুল-ত্রুটি থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিজে সুস্থ এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ..

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles