একটি পুরানো ফোন বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যে কয়েকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি আজকের এই পোস্টে আলোচনা করব যে আপনাকে কী দেখে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে হবে, অর্থাৎ আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা উচিত হবে কি না।
কিন্তু আমরা অনেকেই অল্প সময়ের জন্য সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকি কারণ আমরা অনেক কিছু কম দামে পেতে পারি, বা যারা নতুন মোবাইল কেনার সামর্থ্য রাখে না তারা পুরানো মোবাইল কিনতে বাধ্য হয়।
যদি আপনি আগে থেকে যাচাই-বাছাই না করে মোবাইল কিনেন তাহলে পরে আপনাকে অনেক পস্তাতে হবে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা উচিত তা হল:
মোবাইলের চার্জার দেখে
আপনি যে পুরানো ফোনটি কিনেছেন তার আসল চার্জারটি অবশ্যই দেখে নিন। চার্জার বা ডেটা শুধুমাত্র আসল কিনা তা পরীক্ষা করুন।
Sim ঢুকিয়ে নেটওয়ার্ক চেক করে নিন
পুরানো মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোনে সিম কার্ড ঢুকিয়ে দেখে নিন মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে কিনা। অনেকেই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে মোবাইল কিনে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আপনাকে অবশ্যই এটি পরীক্ষা করে দেখতে হবে।
ফোনটিতে কোন ড্যামেজ আছে কিনা দেখে নিন
পুরানো ফোন কেনার আগে অবশ্যই দেখে নিন ফোনে কোন ড্যামেজ বা ক্ষতি আছে কি না, ফোনের পিডিএ, ডিসপ্লে ঠিক আছে কিনা দেখে নিন। ব্যাটারি খুলে ফোনটা ভালো করে দেখে নিন।
ক্যামেরা check করে নিন
আপনি যে ফোনটি কিনছেন তার পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরাটি সঠিকভাবে পরীক্ষা করুন। ক্যামেরা থেকে কোন স্ক্র্যাচ আছে কিনা ভাল করে পরীক্ষা করুন। ক্যামেরায় কোনো ধরনের দাগ থাকলে ছবি ভালো হবে না, ছবি ঝাপসা হবে, তাই ভালো করে দেখে নিতে হবে।
ফোনটি কতদিনের পুরনো সেটি দেখে নিবেন
ব্যবহৃত মোবাইল কেনার আগে অবশ্যই দেখে নিন মোবাইলটির বয়স কত। মোবাইল যত পুরনো হয়, ততই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প ব্যবহার করা মোবাইল কেনার চেষ্টা করা উচিত। এছাড়াও ফোন যত পুরনো হবে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো হবে না, তাই চেক করে নিন। আর আপনাকে অবশ্যই মোবাইল কেনার বিল চেক করতে হবে।
হার্ডওয়ার টেস্ট করে নিবেন
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার দেখে নিন। ফোনের ওয়াইফাই, ব্লুটুথ, ডিসপ্লে, স্পিকার, হেডফোন জ্যাক ইত্যাদি ভালো করে দেখে নিন।
এছাড়া প্লেস্টোরে ফোনের হার্ডওয়্যার পরীক্ষা করার জন্য অনেক অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপগুলো ইন্সটল করে ফোনের হার্ডওয়্যার পরীক্ষা করুন, এবং যদি কোনো প্রকার থাকে তাহলে সেই ফোনে হার্ডওয়্যারের সমস্যা, তা খুব সহজেই বোঝা যাবে।
IMEI নাম্বার চেক করে নিবেন
আপনি যে ফোনটি কিনতে চান সেটি যদি কোনো ধরনের ডুপ্লিকেট ফোন না হয় অর্থাৎ ক্লোন ফোন তাহলে আইএমইআই চেক করে বুঝতে পারবেন। IMEI নম্বর চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, অথবা আপনি সার্ভিস সেন্টার থেকে চেক করতে পারেন।
এছাড়াও, আপনি আপনার মোবাইল ডায়াল প্যাডে *#06# ডায়াল করে আইএমইআই নম্বর জানতে পারবেন। তারপর সেই আইএমইআই নম্বর বসান আইএমইআই চেকার গুগল ক্রোম সেই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তবে আপনি জানতে পারবেন আপনার ফোন আসল না নকল।
আমাদের কথা,
সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে সে সম্পর্কে আপনার এই পোস্ট থেকে ভালো ধারণা পেয়ে গেলেন। এছাড়াও, আপনার যদি আজকের এই পোস্ট থেকে কোন কিছু বুঝতে কোন অসুবিধা হয়, তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, ধন্যবাদ।
You must be logged in to post a comment.