মানুষ কেনো এমন.... বাস্তবতা আর নিয়ম নীতির বেড়াজালে অপরিচিত মানুষ গুলো অল্প সময়ের মধ্যে জীবনের সাথে জড়িয়ে যায়।
অথচ তাদের কে কখনো কল্পনাই করা হয় না মনের মধ্যে,
সময়ে পালাক্রমে একটা সময় তারাই জড়িয়ে পড়ে আপন সম্পর্কে আবদ্ধ হয়ে অদ্ভুত ভাবে....!!!
কিন্তু আমাদের শিরোনাম জুড়ে যাদের গল্প থাকে বা থাকার কথা।
যাদের নিয়ে হাজার আয়োজন মনের কল্পনায়, বেলাশেষে সেই প্রিয় মানুষ গুলো কোন খবর টা রাখে না।
অবশেষে সময়ও ফুরিয়ে যায়, কেউ রাখতে পারে না কথা,
যথেষ্ট ক্লান্ত হবার পর ভালোবাসার মানুষ গুলোও বলে ভালোবাসি না আর। অতিরিক্ত আয়োজনে মানুষ গুলো কী হাঁপিয়ে উঠে....
শব্দের ভীড়ে আলগা হয় জীবনের চ্যাটবক্স,
জমে উঠে নীরবতা..!
যে কারণে সম্পর্ক গুলো সমাপ্ত হয়।
এতকিছুর পরও বিপরীত মুখী মানুষ গুলোর জন্যই,
প্রতিরাতে নিরব চোখের অশ্রু গড়ায়,
তাদের স্মৃতি গুলো বারবার নিশ্চুপ রাতে আশেপাশে ঘুরে বেড়ায়। সেই খবর গুলো তারা রাখে না,
কেউ রাখতে চায় না...!
Wow
You must be logged in to post a comment.