নিজের নিকট কখনই মনে হয় নি আমি হেরে গেছি। হেরে গেছি শিক্ষায়, হেরে গেছি সমাজে, হেরে গেছি ক্যারিয়ারে কিংবা হেরে গেছি...... প্রেমে!
নিজের নিকট নিজের এই বোধ সৃষ্টি না হওয়ার অন্যতম প্রধান কারণ সম্ভবত আমার আত্মতুষ্টি। আমি অল্পতেই তৃপ্তি।
কেন ? কি আছে আমার?
কিছূই নেই। অতি সাধারণ একটা পরিবারের সন্তান আমি। বংশ পরিচয় বলতে আলাদা ভাবে বলার মতো কিছু না। বাবা সারাজীবন অমানুষিক পরিশ্রম করে ঢাকার নিকটে মাথাগোঁজার একটি ঠাঁই করেছেন। পারিবারিক সম্পত্তি বলতে এটুকুই। বড় ভাইয়েরাও আহামরি কিছু না।
মেজোটাতো রিতীমত দ্বিতীয় বিয়ে করে আমাদের যেটুকুই বা সামাজিক মর্যাদা ছিল তা ধুলিসাৎ করে দিয়েছে! সব মিলিয়ে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কিছু নেই।
যদি নিজের কথায় আসি, তাহলে বলতে পারি, হ্যাঁ কাগুজে কলেজ ভার্সিটির কিছু সার্টিফিকেট আমার আছে বটে! সেতো অনেকের আছে। আর ঐ সার্টিফিকেট দিয়ে কি লাভ হবে?
ওগুলোর বিশেষ কোনো ব্যবহার তো আমি দেখছি না। এক্সট্রা কোনো কোয়ালিটি? নাহ, সেসবের কিছুও নিজের মধ্যে নেই। আমি মহামানব নই, নই বিশেষ প্রতিভাবান কিছু।
সব মিলিয়ে পার্সোনাল কোয়ালিটি বলতে তেমন উল্লেখযোগ্য কিছু আমার মধ্যে নেই।
বর্তমানে বড় সড় রিলেটিভ, মানে ক্ষমতাবান মামা চাচা থাকাটাও অনেকে ভালো গুন হিসেবে বিবেচনা করে। আমার মামা চাচাদের মধ্যেও কেউ আহামরি বড় মাপের কিছু না। সবাই আমাদের মতো নিন্মমধ্যবিত্ত পরিবারের ই।
সবমিলিয়ে চারপাশে তাকিয়ে দেখছি পরিচয় দেওয়ার মতো আমার বিশেষ কোনো পরিচয় নেই। এই পরিচয় না থাকার ফলে নিজের ভিতর যে কষ্ট থাকা দরকার ছিল তাও আমার ভিতরে নেই। নেই নিজের "বিশেষ" কোনো পরিচয় দাড় করানোর প্রচেষ্টা!
সব মিলিয়ে কেমন একটা হযবরল অথচ নিরুত্তাপ জীবন কেটে যাচ্ছে। জীবনের এই দার্শনিক দিক নিয়ে আগে কখনও তেমন কিছু চিন্তা করিনি.... এখনও যে খুব চিন্তিত আছি তা নয়।
তবুও সমাজের সব মানুষ চায় বিশেষ কিছু হতে, বিশেষ কিছু করতে। পারি বা না পারি, এমন বিশেষ বা বড় মাপের কোনো ইচ্ছা কেন কখনই আমার মধ্যে সৃষ্টি হয় না এই প্রশ্নটাই প্রকট হয়ে ধরা দিচ্ছে।
কিসের জন্য এতো অভাবে বসবাস করেও এতো আত্মতৃপ্তি আমার? কেন সাধারণ একজন মানুষ হয়েও অসাধারণ হওয়ার ইচ্ছা তৈরি হয়নি আমার মধ্যে?
বলার মতো কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও কোত্থেকে এতো আত্মবিশ্বাস আসে আমার? এই মনের জোরের উৎস্য কোথায়?
শুধুমাত্র মনের জোরে ছোট্ট এই জীবনে অনেক অসম্ভব কাজ করেছি। এটা সত্য। যে কাজ করেছি তার মতো বড় কিছু অর্জন জীবনে আসছে না। এখানেই পরাজয় ঘটছে। ঘটুক। সব মেনে নিয়ে চলছি।
প্রয়াত লেখক গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ একটি কথা বলেছিলেন," Don't be Vogue, be specific."
আমার সাইকোলজি সম্পূর্ণ উল্টো," be Vogue, don't be specific."
হ্যাঁ, ভবিষ্যত..... তুমি মরে যায়.....!
Wow
You must be logged in to post a comment.