নারীর সাথে নাড়ির সম্পর্ক। তাই সর্বকালে সর্বযুগেই নারীকে বিবেচনা করা হয়েছে পবিত্র বন্ধনের রুপকার হিসেবে। দুর্বল শারীরিক গঠন বিশিষ্ট নারী মানসিক দিক দিয়ে প্রচন্ড বলিষ্ঠ।
তার সেই বলিষ্ঠ ভূমিকা পৃথিবীর ইতিহাসে তৈরি করেছে অসংখ্য বীরপুরুষ, বীরযোদ্ধাদের। কখনও মা হিসেবে... কখনও প্রেমিকা হিসেবে।
একজন ক্ষমতাবান নারী কি পরিমাণ ভয়ংকর হতে পারে তার জন্য আপনি রানি ক্লিওপেট্রা'র জীবনি পড়লেই বোঝতে পারবেন। নারী স্থিরচিত্ত, সহনশীল। সে ভালো হলে ভালই আর যদি খারাপ হয় তো সে সেইরকমই খারাপ!
আধুনিক ফেমিনিজম কনসেপ্ট... এর প্রয়োজন কতটুকুই বা ছিল এবং নারীর এই ক্ষমতায়ন এর সীমারেখা কি তা জানিনা... কিন্তু বর্তমানে নারীর অধিকার নামে যা দেখছি, যেসকল ট্রেন্ড চালু হয়েছে নারীবাদী নামে... তা শুধু ক্ষতিকর বললে ভুল ই হবেনা... রিতিমত মানবসমাজ এর জন্য ভয়ঙ্কর অশুভ বার্তা বহন করছে।
কারণ... কারণ ত একটাই... চাইলেওত কোনো পুরুষকে দিয়ে নারীবাদীরা গর্ভধারণ করাতে পারবে না! এই আবশ্যিক কাজটা মহান সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত ও নির্ধারিত কাজ নারীদের জন্য। আর এই জন্যই নারী এত সম্মানিত ও মহিমান্বিত।
কিন্তু সেই নারী... সেই মা...সেই প্রেয়সী যদি নীচে প্রদত্ত নারীদের মতো হয় তখন তারা সেই সম্মানের কতটা দাবিদার???
আপনি বলতে পারেন... লাখ লাখ পুরুষ নিকোটিন গ্রহণ করছে রোজ তাতে সমস্যা নেই... শুধু নারী সিগারেট খেলেই যতদোষ নন্দঘোষ!
হ্যাঁ, আমার নিকট এটাই। কারণ আমার নিকট নারীর অপর নাম আমার মা, আমার বোন, আমার প্রেয়সী। আমি সিগারেট বিড়ি খেতে খেতে মরতে পারি কিন্তু আমি চাইনা আমার মা, বোন, ভাগনীরা আধুনিকতার নামে এই মরণনেশায় ডুব দিক।
নারী স্বাধীনতা এক জিনিস আর নারীর অবাধ্যতা অন্য জিনিস। এক অবাধ্য নারী হাজার অবাধ্য পুরুষ অপেক্ষা ভয়ংকর।
You must be logged in to post a comment.