অশ্রু নদীর অমানিশা।

অশ্রু নদীর অমানিশা 

ওয়াজিউল হক শরীফ 

শহর ছেড়ে গ্রামের মমতার কোলাহলে ছুটে যায় মন

লতায় পাতায় জড়িয়ে আছে আশা নিরাশার জীবন

সোনালী স্মৃতির বাঁকে বাঁকে ছিল যে প্রাণের স্পন্দন 

জীবন গড়ার স্বপ্নে সবাই ছিলাম আত্মার আপন। 

দলবেঁধে রোমাঞ্চকর জীবন কেটেছে সাথীদের সাথে 

সেই দিন হারিয়ে গেছে আসবে না আর কোনদিন ফিরে

আজও সেই মেঠোপথের বুকে কত নবীন কেতন ওড়ে 

শৈশব কৈশোরের সাথীরা সব কোথায় যেন গেছে হারিয়ে 

ভাগ্যগড়ার কারিগরদের কারোর হয়েছে দুঃখের জীবন 

সময়ের প্রয়োজনে সুখের মহারণে কেউ হয়েছে আপন

একান্নবর্তী বনিয়াদি পরিবার ভেঙে হয়েছে ভিন্ন সংসার 

সেখানে রঙিন কুশীলবদের আজ স্বার্থ বৈষম্যের সমাহার। 

জোয়ারভাটার জীবনযুদ্ধে কারোর হয়েছে পরাজয় 

শান্তির অন্বেষণে নতুন কুড়িরা স্বপ্ন বুনে বিলাসী আশায়

একান্ত সুখের মোহে কারোর বসবাস কংক্রিটের শহরে 

সেখানেই এখন সুখের ঠিকানা আসবে না ওঁরা আপন নীড়ে। 

স্বপ্নবোনা জনকজননীর আলালরা গড়ে সুখের সংসার 

স্বজনের হয়না ঠাঁই সেই নীড়ে জীবন বড় স্বার্থপর 

লেবাস খড়কে চলে হিংসাবিদ্বেষ কুটচালের লীলাখেলা   

স্বপ্নভঙ্গের জীবনে কারোর বহে অশ্রু নদীর অমানিশা।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles