এক বনে ছিল এক গরু আর শিয়াল। তারা দুজন একে অপরের বন্ধু ছিল।
শিয়াল ছিল প্রতারক আর গরু ছিল সরল। শিয়াল একদিন গরুকে বলল চলো বেড়াতে যাই। গরু বলল চলো। কিন্তু কোথায় যাবে। শিয়াল বলল পূর্ব দিকে। গরু শিয়ালের সাথে রওয়ানা দিল। শিয়াল আর গরু যাচ্ছে তো যাচ্ছেই।
একসময় তারা পৌঁছে গেল এক নদীর তীরে । শিয়াল বলল আমি তোমার পিঠে উঠব আর তুমি আমাকে নিয়ে সাঁতরে ওপারে যাবে। গরু শিয়ালের কথায় রাজি হয়ে শিয়ালকে কাঁধে নিয়ে এগোতে লাগলো।
কিছুদূর যাওয়ার পর শুরু হলো ঝড়। প্রচন্ড বেগে ঝড় হতে লাগলো। তখন শিয়াল গরুর পিঠ থেকে নেমে গরুকে রেখেই ওপারে চলে গেল।
এদিকে গরু পানির স্রোতে ভেসে যেতে লাগলো। গরু শেয়ালকে বলল ভাই আমাকে দয়া করে বাঁচান।
শিয়াল গরুর অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগল।
গরু মনে খুব কষ্ট পেল। মনে মনে বলল আমি শিয়ালকে সাহায্য করলাম আর সে আমার সাথে এই ব্যবহার করল।
কিছুক্ষণ পর গরু নদীতে ভাসতে ভাসতে তার বাসার সামনে পৌঁছে গেল। গরু খুব খুশি হলো। আর বলল যাক ভালোই হলো।
ওদিকে ঝড় না থামায় শিয়াল নদীর ওপারে বসে থাকল। অনেক রাতে ঝড় থামল। শিয়াল তখন নদীতে দিল সাতার । চারদিকে অন্ধকার। নদী পার হয়ে সে আসছিল। হঠাৎ অন্ধকারে তার পা ফাঁদে আটকে গেল। রাত পোহালে একজন লোক এসে শিয়ালকে অনেক পেটালো। তারপর ছেড়ে দিল
শিয়াল বুঝতে পারল যে এটা তার অকৃতজ্ঞতার ফল যা তাকে স্রষ্টা দিয়েছেন ।
You must be logged in to post a comment.