কবিতা- "আমি অনেক সুখী "

গরিবের ঘরে জন্ম আমার -

            নইতো আমি দুখি,

ধনীর ছেলের চাইতে মাগো-

        আমি অনেক সুখী।

টাকা আমার নেইতো মাগো -

        এই দুনিয়ায় আজ,

একদিন হয়তো থাকবে মাগো-

       আমার মাথায় তাজ।

প্রভাত ভোরে পায়ে হেটে -

       যাইতে হয় যে কলেজে,

ফিরি আবার সেই না পথে-

     সন্ধ্যা বেলার সাঝে,।

এসেই যখন দেখি মাগো-

       পথের দ্বারে তুমি,

সকল ব্যথা ভুলে যাই মাগো-

    তোমায় পেয়ে আমি।

আমি বলি, মাগো আমার -

      অন্ন নেই যে পেটে,

মুখে বল মাগো,

    ভাত রেখেছি রেঁধে। হাসি 

মাকে নিয়ে থাকি যেথায়-

   ভাংগা সেতো ঘর,

নরবরিয়ে কাপে কাপে ভাইগো-

  একটু এলেই ঝড়।এই ঘরেতে থাকি আমি -

   মনে নিয়ে আশা

একদিন হয়তো দিবো আমি -

   লক্ষ টাকার বাসা।

আশা আছে টাকা নেই-

  তাই আমি দুখী,

আশা নিয়েই এই জগতে-

   আমি অনেক সুখি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles