বাণী

সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অনেক টাকার প্রয়োজন নেই, একটি সুন্দর আর পবিত্র মনই এর জন্য যথেষ্ট হয়। তাই ভালভাবে বেঁচে থাকার জন্য ভালবাসা ছাড়া আর কিছুই  লাগেনা। 

রাত যত গভীর হতে থাকে একাকিত্ব ততই গ্রাস করতে থাকে । আসলে দিনশেষে আমরা একা। ভয়ংকর একা। 

জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়। কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন।

একটি ক্ষুধার্থ পেট, একটি খালি পকেট, একটি ভাঙ্গা হৃদয়, যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারেনা। 

তার কাছে কিছু লুকানো যাবে না, যে আপনার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারে। কারন সে আপনার মনও বুঝতে পারবে।

ভালোবাসি ভালোবাসি করার নাম ভালোবাসা না। শত ভুল বোঝাবুঝির পরও, শত বাধা অতিক্রম করেও হাত ধরে পাশাপাশি চলতে শেখার নাম ভালোবাসা। 

কাউকে যদি ভালবাসেন তবে তাকে তা জানিয়ে দেওয়ার সৎসাহস থাকতে হবে। নইলে, অন্য কারো সাথে তাকে দেখে সহ্য করার সাহস ও শক্তিটুকু থাকতে হবে। 

কিছু মানুষ আছে তারা যতোই কাছে থাকুক না কেনো, কখনোই আপন হয় না। শুধু আপন হওয়ার অভিনয় করে যায়। 

মানুষের সবচেয়ে বড় ভুল করে তখনই, যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে। 

জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারন যার জন্য তুমি কাঁদবে, সে কখনোই তোমার হবে না। আর যে তোমার হবে, সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না। 

ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না। সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। 

তোমার যতোটুকু আছে ততোটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপ ভাবে বেঁচে আছে।

একজন মানুষের চেহারা যত সুন্দর হয়, সে তত অহংকারী হয়। আর একজন মানুষ যত আহংকারী হয়, তত খারাপ হয়। তাই রুপ দেখে যে প্রেম হয়, সে প্রেম ক্ষনস্থায়ী। 

মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারন। কারন তাদের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। কখনো তা পূরণ হয়না । 

যখন কেউ তোমাকে ছেড়ে চিরতরে দূরে সরে যেতে চায়, তাকে যেতে দাও। তুমি তাকে কতটা চাও সেটা নির্ণেয় নয় বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব। তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে, এটাই ধ্রুব সত্য। তাই তাকে ছাড়াই নতুন করে বাচার হিসাব করতে হবে। 

যখন কোনো কিছুকে প্রচন্ড ভাবে চাইবেন, আকড়ে ধরে বাঁচতে চাইবেন। তখনই সেই জিনিসটা এক অদৃশ্য টানে আপনার কাছ থেকে দুরে চলে যাবে। আপনি ধরতেও পারবেন না, ছুতেও পারবেন না। 

কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। 

যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না। যদিও ফিরে আসে, তবে সেই আগের মত থাকে না। 

জীবন কারো জন্য থেমে থাকেনা কিন্তু মাঝে মাঝে বেহায়া মনটা থেমে যায় কারো মায়ামুখটা দেখার জন্য। 

কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে ভিজলে তা ডুবে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার সামনে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিলীন হয়ে যায়। 

জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া।

এমন ভালোবাসার মানুষটিকে অবহেলা করোনা, যে তোমার চোখে জল আসার আগে মুছে দেওয়ার চেষ্টা করে। কারণ, কাউকে ভালোবাসা সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া অনেক অনেক কঠিন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles