শাক সবজি লাগানোর ১২মাস এর বর্ষপঞ্জি

শাক সবজি লাগানোর বর্ষপঞ্জিঃ  কৃষক ভাই ও বন্ধুগণ আপনারা কোন সিজনে কি কি শাকসবজি ও কি কি ফল রুপন করবেন কোন মাসে কি কি ফল ফলন করলে লাভজনক হওয়া যায়। তা আপনাদের মাঝে আজ আলোচনা করব এবং কি কি মাসে কোন সবজি কোন ফল চাষাবাদ করবেন তা নিচে দেওয়া হলঃ

 ফলন লাগানোর সময়

জানুয়ারি (পৌষ- মাঘ)

সবুজ শাকপাতাঃ পালং লাল শাক, মেথি, ধনে, বথুয়া, লেটুস, লাফা শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ  মুলা, বিট, গাজর, মিষ্টি আলু, শালগম, পিয়াজ, আলু।

অন্যান্য সবজিঃ  বেগুন, লাউ, করলা, মটরশুটি, বাঁধাকপি; মরিচ, পটল, ফুলকপি, টমেটো, ওলকপি।

      ফেব্রুয়ারি (মাঘ- ফাগুুন)

সবুজ শাকপাতাঃ লাল শাক, পালং, পুঁইশাক, ধনে, মেথি।

মূল/কন্দজাতীয় সবজিঃ পিয়াজ, রসুন, শালগম, ওল, মুখী কচু।

অন্যান্য সবজিঃ  বেগুন, লাউ, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল, শসা, মটর গুটি, টমেটো, ওলকপি, মরিচ, পটল, ঢ়েড়শ।

     মার্চ (ফাগুুন- চৈত্র)

সবুজ শাকপাতাঃ পুঁইশাক, ডাটা, মেথি, গিমা কলমি।

মূল/কন্দজাতীয় সবজিঃ ওল, মিষ্টি আলু, মুখী কচু।

অন্যান্য সবজিঃ চাল কুমড়া, বরবটি, লতি কচু, পানি কচু, বেগুন, লাউ, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল, শসা, মটরশুটি, মরিচ, পটল, ঢ়েড়শ।

 এপ্রিল (চৈত্র- বৈশাখ)

সবুজ শাকপাতাঃ পুঁইশাক, ডাটা, গিমা কলমি, পাটশাক, লাল শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ  বরবটি, বেগুন, ঢ়েড়শ।

অন্যান্য সবজিঃ ওর, মুখী কচু, আদা, হলুদ ,মিষ্টি আলু, ইচ্ছে করলা, শসা, ধুন্দুল, ঝিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, পেঁপে।

 মে (বৈশাখ- জ্যৈষ্ঠ)

সবুজ শাকপাতাঃ  কলমি শাক, পুঁইশাক, গিমা কলমি, ডাটা।

মূল/কন্দজাতীয় সবজিঃ  মুলা, শাকালু, মুখী কচু, ওল।

অন্যান্য সবজিঃ পেঁপে, ঝিঙ্গা, সিম, করলা, বেগুন, বরবটি, মরিচ, ঢ়েড়শ।

 জুন (জ্যৈষ্ঠ- আষাঢ়)

সবুজ শাকপাতাঃ লাল শাক, পুঁইশাক, গিমা কলমি, ডাটা।

মূল/কন্দজাতীয় সবজিঃ মুখী কচু।

অন্যান্য সবজিঃ ঝিঙ্গা, করলা, সজনা, বেগুন, বরবটি মরিচ পেঁপে ঢ়েড়শ।

  জুলাই (আষাঢ়- শ্রাবণ)

সবুজ শাকপাতাঃ পুঁইশাক, গিমা কলমি, ডাটা, লাল শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ মুলা, শাকালু।

অন্যান্য সবজিঃ বেগুন,বরবটি, মরিচ, পেঁপে, ঝিঙ্গা, করলা, কাকরোল, ধুন্দুল, আগাম সিম, সজনে।

    আগস্ট (শ্রাবণ- ভাদ্র)    

সবুজ শাকপাতাঃ গিমা কলমি, পুঁইশাক, ডাটা, লাল শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ মুলা।

অন্যান্য সবজিঃ ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, আগাম টমেটো, মরিচ ,বেগুন, ঢ়েড়শ।

     সেপ্টেম্বর (ভাদ্র- আশ্বিন)

সবুজ শাকপাতাঃ পালং শাক, ধনে, লাল শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ মুলা, বিট, শালগম, গাজর।

অন্যান্য সবজিঃ বাঁধাকপি, ওলকপি, ক্যাপসিকাম, বেগুন, মরিচ, টমেটো ,ফুলকপি।

  অক্টোবর (আশ্বিন-কার্তিক)

সবুজ শাকপাতাঃ লেটুস, বথুয়া শাক, পালং শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ মুলা, বিট, শালগম, গাজর, আলু, পেঁয়াজ, রসুন।

অন্যান্য সবজিঃ মরিচ, সিম, ক্যাপসিকাম, বাঁধাকপি, ওলকপি, টমেটো, ফুলকপি, বেগুন।

 নভেম্বর (কার্তিক অগ্রহায়ণ)

সবুজ শাকপাতাঃ ধনে, বথুয়া শাক, পালং শাক, লেটুস।

মূল/কন্দজাতীয় সবজিঃ রসুন, পিয়াজ, আলু, গাজর, মুলা, শালগম, বিট।

অন্যান্য সবজিঃ টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাউ, ক্যাপসিকাম, মরিচ, সিম।

      ডিসেম্বর (অগ্রহায়ণ পৌষ)

সবুজ শাকপাতাঃ ধনে পাতা, বথুয়া শাক, লেটুস, পালং শাক।

মূল/কন্দজাতীয় সবজিঃ গাজর, আলু, পিয়াস, রসুন ,মুলা, বিট, শালগম।

অন্যান্য সবজিঃ টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাউ ক্যাপসিকাম, মরিচ,শিম, মটর গুটি।

বাংলাদেশি কোন মাসে কোন সবজি চাষ করবেন তা আপনারা ভালভাবেই বুঝতে পেরেছেন। তাই আপনারা যখন কোন সবজি চাষ করবেন অবশ্যই মাস দিন দেখেই চারা রোপণ করবেন ও বিজ রুপন করবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles